Apan Desh | আপন দেশ

রিজভীকে ‘খুঁজছে’ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ৩১ ডিসেম্বর ২০২৩

রিজভীকে ‘খুঁজছে’ পুলিশ

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে। তিনি বিভিন্ন আন্দোলনের ঘোষণা করেন। এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয়। ভোট দেয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে নিরুৎসাহিত করছেন তিনি। রিজভীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন>> জাপার প্রার্থীদের সঙ্গে কী করা হচ্ছে জানালো জিএম কাদের

হারুন বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। তাকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে। 

রিজভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন।

নির্বাচন বানচালের ঘোষণা দেয়। যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়