Apan Desh | আপন দেশ

‘সরকার শুধু ডামি প্রার্থীই নয়, ডামি ভোটারও রেখেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৮:০৭, ৫ জানুয়ারি ২০২৪

‘সরকার শুধু ডামি প্রার্থীই নয়, ডামি ভোটারও রেখেছে’

ফাইল ছবি

সরকার শুধু ডামি প্রার্থী এবং ডামি দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আমরা ভোট প্রত্যাখ্যান বা বর্জন করিনি, এই তামাসার ভোট বর্জন করেছি। আমরা সরকারের এই ধাপ্পাবাজি, ভাওতাবাজি, ভুয়া নির্বাচন করব না।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় তার গুলশানের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথ বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, অত্যান্ত দুঃখের বিষয় মানুষ ভোট চুরি করে গোপনে, অথচ বাংলাদেশে হয় প্রকাশ্যে। আজ ৫ তারিখ, প্রত্যেকটি লোক জানে কোন আসন থেকে কে এমপি হচ্ছে। তাহলে কিসের নির্বাচন? ৭ তারিখ হবে নির্বাচনের ঘোষণা। নির্বাচন তো হয়েই গেয়েছে। সে কারণেই আমরা এটাকে প্রত্যাখান করেছি।

তিনি বলেন, আমরা ভোট প্রত্যাখ্যান বা বর্জনের কথা বলেছি। সেটা আমাদের আইনগত অধিকার। মানুষ যেমন ভোট দিতে পারে, তেমনি মানুষ ভোট নাও দিতে পারে। অষ্ট্রেলিয়া এবং থাইল্যান্ড ছাড়া পৃথিবীর সব দেশেই সেই অধিকার প্রত্যেক ভোটারের আছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়