Apan Desh | আপন দেশ

বিরোধীদল কে হবে জানালেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৬:০০, ৫ জানুয়ারি ২০২৪

বিরোধীদল কে হবে জানালেন কাদের

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদল কে হবে তা নির্বাচনের পর বোঝা যাবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে- এই অভিযোগ তুলে অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েন তিনি। বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে। তবে কোন অপশক্তি যেনো নির্বাচনের দিন কোনো প্রকার হামলা, সহিংসতা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন>> ‘সরকার শুধু ডামি প্রার্থীই নয়, ডামি ভোটারও রেখেছে’

তিনি আরও বলেন, বিএনপি নিজেই একটা ডামি দল। হরতাল আন্দোলনের মরচে ধরা হাতিয়ার। এ হাতিয়ার বিএনপি এর আগেও ব্যবহার করেছে, কোনো লাভ হয়নি। তবে বিএনপি নির্বাচনে এলে জোরালো প্রতিযোগিতা হতো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো একতরফা নির্বাচন হচ্ছে না। দেশে যেটা হচ্ছে সেটা একতরফা বিরোধিতা। নিজে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন।

আসন্ন ভোটে নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। এবারো মানুষের বিশ্বাস ও ভরসার প্রতীক নৌকা।

তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তটা আছে। ভালো আসন পাবো, তবে কত আসন পাবো সেটা আগেই অনুমান করা যাবে না।

আপন দেশ/এসএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়