Apan Desh | আপন দেশ

‘৭ তারিখ গণ-কারফিউ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৬:১৫, ৫ জানুয়ারি ২০২৪

‘৭ তারিখ গণ-কারফিউ’

ছবি: আপন দেশ

আগামী ৭ তারিখ ভোটের দিন গণ-কারফিউ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১২ দলীয় জোট। এদিন ভারতীয় অনুপ্রবেশকারীরা ভোট কেন্দ্রগুলোতে ভোটারের ভূমিকা পালন করতে পারে। এমন আশংকার কথা জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীতে এক দফা দাবি, অসহযোগ আন্দোলন সফল করতে গণসংযোগ ও পদযাত্রা শেষে জোটের নেতারা এসব কথা বলেন। 

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা গণ-কারফিউ ঘোষণা করেছিলেন। ইনশাআল্লাহ, ২০২৪ সালে জনগণের গণ-কারফিউ শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবে। রবিবার আমাদের জোট সকাল-সন্ধ্যা গণ-কারফিউ পালন করবে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি আপনার ঘর থেকে বের হবেন না। ভোট দিতে যাবেন না।

আরও পড়ুন>> ভোটের দিন হরতালকারীদের খুব একটা পাওয়া যাবে না

জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, আগামী ৭ তারিখ ফেলানী হত্যা দিবসে অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের আফসোস হয়! আমার বোন ফেলানীকে দিল্লি যেভাবে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল, ঠিক একইভাবে, এই নির্বাচনের পর বাংলাদেশকে দিল্লির দাদা বাবুরা ঝুলিয়ে রাখার ষড়যন্ত্র করছে। 

তিনি বলেন, কথা পরিষ্কার। দিল্লির প্রেসক্রিপশনে আগামী ৭ তারিখ পুতুল খেলা নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না, ইনশাআল্লাহ। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়