Apan Desh | আপন দেশ

বিএনপির আরও ১১ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ৫ জানুয়ারি ২০২৪

বিএনপির আরও ১১ নেতা বহিষ্কার

ফাইল ছবি

বিএনপি আরও ১১ নেতাকে বহিষ্কার করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বহিষ্কৃত নেতারা টাঙ্গাইল, গাজীপুর, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল জেলা ওলামা দলের আহবায়ক আব্দুল্লাহ আলম মামুন সিদ্দিকী, সদর উপজেলা বিএনপি’র সদস্য মো: আজাহারুল ইসলাম লাবু, মো: আবুল হোসেন আবু, মির্জাপুর উপজেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মো: সাদমান আনোয়ার রবিন এবং নাগরপুর উপজেলাধীন মোকনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াজ উদ্দিন খান রাজাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবিকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

গাজীপুর জেলার গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহান শাহ, সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান এবং শ্যামনগর উপজেলার অন্তর্গত ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তফা বেলালী টুটুলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগেও নির্বাচনে প্রতিপক্ষকে সহযোগিতা এবং দলীয় কর্মসূচিতে অংশ না নেয়ার অভিযোগে দলের বেশ কিছু নেতাকে বহিষ্কার করা হয়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়