Apan Desh | আপন দেশ

ভোট ঠেকানোর হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩, ৬ জানুয়ারি ২০২৪

আপডেট: ২১:০৫, ৬ জানুয়ারি ২০২৪

ভোট ঠেকানোর হরতাল চলছে

ফাইল ছবি

ভোট ঠেকাতে বিএনপির ডাকা দু’দিনের হরতাল চলছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল সোমবার সকাল ৬টা পর্যন্ত। হরতালের সমর্থনে লাঠি মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। একই কর্মসূচিতে মাঠে আছে জামায়াতসহ মিত্র দলগুলো।

ভোটের আগের দিন থেকেই ট্রেন, বাস, ভোটকেন্দ্র পোড়ানোর ঘটনা ঘটছে। শাসক দল অভিযোগ করছে, এ অঘটনের দায় আন্দোলনকারীদের। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে হরতারের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

এদিকে হরতালের ঠিক আগমুহূর্তে রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে নাশকতা। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এখন পর্যন্ত নারী-শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া রাতে রাজধানীর ডেমরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়ার পাশাপাশি সন্ধ্যায় মগবাজারে নির্বাচন বিরোধী মশাল মিছিলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ এফ রহমান হলের উল্টো দিকের রাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন <> বেনাপোল এক্সপ্রেসে আগুন: প্রাণ গেল চারজনের

এদিকে হরতালের শুরুতেই শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম। সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান তারা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রীরা। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন। 

আপন দেশ/এমআর/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়