আনোয়ার হোসেন মঞ্জু ও মহিউদ্দিন মহারাজ
দেশের অন্য আসনের জয়-পরাজয়ের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ আলোচনা হচ্ছে পিরোজপুর-২ নিয়ে। এই আসনে এমপি-মন্ত্রী ছিলেন- জাতীয় পার্টির (জেপি) প্রধান আনোয়ার হোসেন মঞ্জু।
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন মঞ্জু। তিনি এবার হেরে গেছেন। এমন ব্যক্তি কাছে হেরেছেন যিনি কিনা ছিলেন তার সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস)।
মঞ্জুর নিজের দলের প্রতীক সাইকেল। নিজের প্রতীকে আস্থা ছিল না। নির্বাচনী বৈতরনী পার হতে ধার নিয়েছিলেন আওয়ামী লীগের নৌকা। নৌকার বর্তমান মালিক তাকে নৌকা-মনোনয়ন দুটোই দিয়েছেন।
ওদিকে ঈগল প্রতীকে স্বতন্ত্র লড়াইয়ে নেমেছিলেন মহিউদ্দিন মহারাজ। তিনি আওয়ামী লীগ নেতা।
নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি চূড়ান্ত ফল থেকে জানা গেছে। ঈগল প্রতীকে পেয়েছে ৯৯ হাজার ২৬৮ ভোট। নৌকায় পড়েছে ৭০ হাজার ৬৮১ ভোট। পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ জয়ী হয়েছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।