ফাইল ছবি
আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (১০ জানুয়ারি) বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেয়ার পর এ কথা জানান তিনি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের ভালো হয় সেটিই করতে চাই।
পার্টি অফিসে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।
আরও পড়ুন>> নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের হতাশা
নির্বাচনে নিয়ে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনটা সঠিক হয়নি। আমাদের অধিকাংশ নেতাকর্মীদের হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটা এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।