ফাইল ছবি
বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরেন তিনি।
এর আগে, বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, দলের স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এদিকে বিকেল তিনটা থেকেই এভারকেয়ার হাসপাতালের চারপাশে জড়ো হন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভিড় সামলাতে হাসপাতালের ভেতরে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেননি পুলিশ।
আরও পড়ুন>> বাংলাদেশ চীনের কাছে নত হবো না, ভারতের ভয় নেই
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর ২৫ অক্টোবর রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসে। তাদের নেতৃত্বে ২৬ অক্টোবর তার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।