ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সংসদে আমরা বিরোধী দল হিসেবে থাকছি। দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানো হবে।
বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি দ্বাদশ সংসদ নির্বাচন। তবে বিরোধী দল হিসেবে জাপাকে স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন>> টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধী দলীয় নেতা হবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপনেতা। মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।
আগামী সংসদে বিগত দুইটি সংসদের মতো বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।