Apan Desh | আপন দেশ

সংসদে বিরোধী দল জাপা, খবরটি ভুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৯ জানুয়ারি ২০২৪

সংসদে বিরোধী দল জাপা, খবরটি ভুল

ফাইল ছবি

জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হওয়ার সংবাদটি ভুল ও তথ্য বিভ্রাট। সংসদে বিরোধী দল নয়, জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচিত হয়েছে। জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট।

আরও পড়ুন>> সংসদে বিরোধী দল হিসেবে থাকবে জাপা

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে দলের পার্লামেন্টারি নেতা নির্বাচিত হয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। পার্লামেন্টারি পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপের নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। একইসঙ্গে বিরোধীদলীয় নেতাও নির্বাচন করেছে দলটি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করে দলটি। জিএম কাদের বর্তমানে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।

এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

সিদ্ধান্তটি লিখিতভাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানাবে জাতীয় পার্টি। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার স্পিকারের। তিনি সম্মতি দিলেই কেবল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করে। তাদের একটি অংশও জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হতে চাচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়