Apan Desh | আপন দেশ

সরকার বিদায় নিতে বাধ্য: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ২১ জানুয়ারি ২০২৪

সরকার বিদায় নিতে বাধ্য: মঈন খান

ছবি: আপন দেশ

আওয়ামী লীগ সরকার যেকোন মুহূর্তে বিদায় নিতে বাধ্য হবে। তারা শূন্যের ওপর দাঁড়িয়ে আছে। পায়ের তলায় মাটি নেই। আমরা রাজপথের আন্দোলনে নেমেছি। আন্দোলনে থাকতে হবে। কিন্তু এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানিয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মঈন খান বলেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে এই সরকার চরমভাবে পরাজিত হয়েছে। তাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে। আমাকে অনেকে প্রশ্ন করেন এই সরকার কি আরও পাঁচ বছর থাকবে? আমি তাদের উত্তরে বলি, যেদিন এরশাদ সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল, তার একদিন আগেও কি সেই সরকার জানত?

আরও পড়ুন>> ‘উন্নয়নের বাংলাদেশ শেখ হাসিনার নির্মাণ’

তিনি বলেন, আমাদের আন্দোলন ক্ষমতায় জন্য নয়, বিএনপি ক্ষমতায় যাওয়ার আন্দোলনে বিশ্বাস করে না। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। আমরা আন্দোলনে আছি জনগণের অধিকার ফিরিয়ে দিতে। তাদের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক, মানবাধিকার ও সাম্যের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। 

তিনি আরও বলেন, সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়, বাংলাদেশের সংবিধানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এই রাষ্ট্র কোন রাজনৈতিক দলের নয়, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। আওয়ামী লীগ দাবি করে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি, ভালো কথা। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের কাছে এদেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল। 

ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, জয়নুল আবদিন ফারুক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়