Apan Desh | আপন দেশ

জাপাকে ‘মুদি দোকান’ আখ্যা দিয়ে গণপদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৪, ২৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ২০:১২, ২৫ জানুয়ারি ২০২৪

জাপাকে ‘মুদি দোকান’ আখ্যা দিয়ে গণপদত্যাগ

ছবি: সংগৃহীত

ভোটের আগ থেকেই জাতীয় পার্টিতে নেতৃত্ব নিয়ে অনাস্থা দেখা দেয়। নির্বাচনে শোচনীয় পরাজয় হয় দলটির। জনপ্রিয়তা নামে তলানীতে। ৭ জানুয়ারির পরে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের ফাঁটল দৃশ্যমান হয়।

দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছেন প্রায় হাজার নেতাকর্মী। নিজ দলকে মুদি দোকান আখ্যা দিয়ে গণপদত্যাগ করেছেন। চেয়ারম্যানকে বড় স্বৈরাচার আখ্যা দিয়েছেন। প্রতিষ্ঠাতা প্রয়াত এইচএম এরশাদকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়েছিল দেশবাসি। শুধুমাত্র ঢাকা মহানগরের ১০ থানার ৯৬৮ জন নেতা ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা ঢাকা মহানগরের ১০ থানার নেতা। থানাগুলো হলো- মোহাম্মদপুর, আদাবর, শেরে-ই-বাংলা, হাতিরঝিল, পল্লবী, মিরপুর, বাড্ডা, রূপনগর, দারুস সালাম, ক্যান্টনমেন্ট থানা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মহানগর উত্তরের বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে গণপদত্যাগ করেন। জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একে একে সাক্ষর করে পদত্যাগ করেন তারা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান।

তিনি বলেন, জিএম কাদের এক বছর আগে থেকেই বলে আসছেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সরকারের বিরুদ্ধে গরম গরম কথা বলে নিজেকে বিরোধী নেতা হিসেবে জাহিরের চেষ্টাও করেছেন। আমরাও তার প্রতি আস্থাশীল ছিলাম। কিন্তু নির্বাচনের আগে বুঝতে পারলাম, তিনি গোপনে সরকারের সঙ্গে আঁতাত করে নিজের স্বার্থরক্ষার চেষ্টা করছেন। 

আরও পড়ুন>> বিএনপির কর্মসূচি পালনে মৌখিক অনুমতি

‘দলের চেয়ারম্যান এবং মহাসচিব ৩০০ আসন থেকে প্রার্থী মনোনীত করলেন। এরপর মাত্র ২৬টি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ার বিনিময়ে গোটা পার্টিকেই বিক্রি করে দিয়েছেন। ফলে সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। সমঝোতা করে চেয়ারম্যান ও মহাসচিবসহ মাত্র ১১ জন এমপি হয়েছেন।’

জাপাকে জিএম কাদের ধ্বংস করে ফেলেছেন বলে অভিযোগ করে জাহাঙ্গীর আলম। বলেন, এই দল করার যোগ্যতা আপনার নেই। আপনার পদত্যাগ দাবি করি। আমরা তার নেতৃত্বে দল করবো না। আমরা পল্লীবন্ধু এরশাদের ঝান্ডা, আদর্শ নিয়ে আগামীতে এগোব।

সংবাদ সম্মেলনে অংশ নেন বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়