ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন রওশন এরশাদ। পর্টির ক্ষমতাবলে তিনি এই বহিষ্কারাদেশ দেন। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টি চেয়ারম্যান ঘোষণা করেছেন। অন্যদিকে পার্টির মহাসচিব করেছেন কাজী মামুনুর রশীদকে।
রোববার (২৮ জানুয়ারি) গুলশানে নিজ বাসায় সভার আয়োজন করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক। এ সময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তে অভিভাবকহীন হয়েছে জাতীয় পার্টি, তৃণমূল নেতাকর্মীরা। পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান হওয়ায় আমি রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।