ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে বহিষ্কার করেছে রওশন এরশাদ। এর একদিন পরেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে রওশনপন্থিরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করবে তার। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় পার্টির একাংশের মহাসচিব মামুনুর রশীদ এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে, রোববার গুলশানে নিজ বাসভবনে সভা করেন রওশন এরশাদ। এ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ পার্টির কাউন্সিল হবে বলে জানানো হয়।
লিখিত বক্তব্যে রওশন নিজেকে পার্টির কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক ঘোষণা করেন। আর বলেন, জাতীয় পার্টি এখন একটি ক্রান্তিকাল বিরাজ করছে। চেয়ারম্যান এবং মহাসচিব ব্যতিত পার্টির অন্যান্য পদ পদবি স্ব স্ব অবস্থায় বহাল থাকবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।