ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রাচীন দল আওয়ামী লীগ। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বিক্রির তারিখ ঘোষণা করেছে দলটি। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
রোববার (৪ ফেব্রুয়ারি) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন বিক্রি শুরু হবে। চলবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিনিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
আরও পড়ুন>> ‘জিএম কাদের-চুন্নু এরশাদের আমানত খিয়ানত করেছে’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রত্যাশীদের মনোনয়ন সংগ্রহ করতে হবে। এজন্য প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে যোগাযোগ করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ; তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ হবে। নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।