Apan Desh | আপন দেশ

সংরক্ষিত আসনে নৌকা পেলেন যারা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২১:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

সংরক্ষিত আসনে নৌকা পেলেন যারা 

ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। প্রত্যাশীদের নামও ঘোষণা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দলের সভানেত্রী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- রেজিয়া ইসলাম, দ্রোপৌদী দেবি আগারওয়ার, আশিকা সুলতানা, রোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আকতার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভীন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, তারানা হালিম, বেগম শামসুন্নাহার, মেহের আফরোজ চুমকি।

আরও পড়ুন>> বিএনপি পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়: কাদের

দ্বাদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসন। ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ মার্চ ভোট। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়