Apan Desh | আপন দেশ

‘সাম্প্রদায়িকতার ডালপালা সমূলে উৎপাটন করব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৪

‘সাম্প্রদায়িকতার ডালপালা সমূলে উৎপাটন করব’

ছবি: সংগৃহীত

আজকে আমাদের একমাত্র বাধা সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে এর ডালপালা বিস্তার করেছে। এ বিষবৃক্ষকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাটন করব। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। তা পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইল ফলক অতিক্রম করেছে। একাত্তরে সদর্থক জাতীয়তাবাদের ঘোষণা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে।

তিনি বলেন, আমরা প্রথমে ভাষা যোদ্ধা, অতঃপর একাত্তরে এসে মুক্তিযোদ্ধা। কাজেই একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উড়বে, ততদিন আমাদের চেতনায় চির ভাস্বর হয়ে থাকবে একুশে ফেব্রুয়ারি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ১৬ ডিসেম্বরের বিজয়ী বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি সারা বিশ্বের বিস্ময়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়