Apan Desh | আপন দেশ

জাপা গৃহপালিত দল: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

জাপা গৃহপালিত দল: জিএম কাদের

পুরোনো ছবি

আমরা পরজীবী হয়ে অনেক কিছু করেছি। বড় দেনদরবার করার শক্তি ছিল। ২০১৪ সালের পর থেকে সে শক্তি হারিয়েছি। আমরা এখন গৃহপালিত রাজনৈতিক দল হয়ে গেছি। ধারাবাহিকভাবে পরজীবী থেকে স্বনির্ভরতার দিকে যাব। মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন একটি বড় পরীক্ষা। এখন অনেকেই নানা কথা বলছেন, নানাভাবে মূল্যায়ন করছেন। কিন্তু মূল্যায়নের জন্য এখনো সঠিক সময় আসেনি। অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এ নির্বাচনে অংশগ্রহণ।

আরও পড়ুন>> কাদেরকে ছেড়ে রওশনের কাছে বাবলা

তিনি বলেন, এবারের নির্বাচনে দেখেছি রাজনীতি কতটা নোংরা হতে পারে। বৈষম্যকে দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন। কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়েই চলছে। বৈষম্যের অন্যায় এখনো হচ্ছে। বর্তমান সরকার বৈষম্য তৈরি করেছে আরও বেশি। একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আমরা মুক্তিযুদ্ধে নয়, স্বাধীনতাযুদ্ধে জয়লাভ করেছি।

জিএম কাদের বলেন, স্বাধীনভাবে রাজনীতি করতে গেলেই আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। সরকারই এমন করে। এজন্য দায়ী আমাদের লোভ-লালসা। সমস্ত দলের নেতাদের জাতীয় পার্টির রাজনীতি করতে হবে, সরকারি দলের নয়। যারা জাপাতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়