ছবি: সংগৃহীত
শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে গরুর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে। জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েঘে গণতন্ত্র মঞ্চের নেতারা। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১ মার্চ) সমাবেশের ঘোষণা দিয়েছে। এদিন বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, ‘গরু পেটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে। কাউকে ছাড় দেয়নি।’
গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই পুলিশের ওপর চড়াও হয়েছেন- পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে কি একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে? তাকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এক মাঘে শীত যাবে না। আমরা লাগাতার আন্দোলন করে যাব। যতই মার দেয়া হোক, আমরা ঘুরে দাঁড়াব। কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আমরা এটা বন্ধ করব না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বলেছে, এ বিক্ষোভ করার অনুমতি ছিল না। আমি বিক্ষুব্ধ। আমি কথা বলতে চাই, এসবের জন্য অনুমতি লাগবে কেন?’
আরও পড়ুন>> গণতন্ত্র মঞ্চের মিছিলে ‘লাঠিপেটা’, পুলিশ বলল ‘সরিয়ে দিয়েছি’
সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা বলেন, ‘গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে লাঠিপেটা করে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সাম্প্রতিক সময়ে দ্বিতীয় এমন কোনো ঘটনা নেই।’
তারা বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প, বাণিজ্য, কৃষি, এমনকি পারিবারিক জীবনেও এর প্রভাব পড়বে। এসবের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি করে যেতে হবে, আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন তারা। এ সময় পুলিশ বাধা দেয়। তখন দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। গণতন্ত্র মঞ্চের দাবি, এতে তাদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।