ছবি: সংগৃহীত
কারামুক্ত হলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। প্রায় চার মাস কারাভোগের পর শুক্রবার (১ মার্চ) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পান। এর আগে আরও চারটি মামলায় জামিন পান। এরমধ্যে দুটি মামলা হাইকোর্ট, বাকি দুটি সিএমএম আদালত থেকে তার জামিন মেলে।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর তাকে আটক করে পুলিশ। পরে রমনা থানায় দায়েরকৃত মামলায় ৬ দিনের রিমান্ড শেষে সিএমএম আদালত কারাগারে পাঠান।
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রমনা থানায় দুটি, পল্টন থানায় পাঁচটি মামলা হয় তার বিরুদ্ধে।
এরপর জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্ৰেফতার দেখানো হয়।
আপন দেশ/এবি/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।