Apan Desh | আপন দেশ

‘ভারত পাশ্ববর্তী দেশে গণতন্ত্র চায় না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ৭ মার্চ ২০২৪

‘ভারত পাশ্ববর্তী দেশে গণতন্ত্র চায় না’

ছবি: সংগৃহীত

ভারত পাশ্ববর্তী দেশগুলোতে গণতন্ত্র চায় না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (৭ মার্চ) ডিআরইউ’তে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পায়তারা করছে। আওয়ামী লীগ ৯ পার্সেন্ট জনগণের সরকার, বিদেশিদের স্বার্থ রক্ষা করেই দলটি ক্ষমতায় টিকে আছে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। দেশে সরকারি দল, বিরোধী দল সবই এখন আওয়ামী লীগের৷

ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়