ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) ষষ্ঠতম ভাঙন। এরশাদ পত্নী রওশন পার্টির নয়া চেয়ারম্যান। আর এখনো চেয়ারম্যান হিসেবেই আছেন এরশাদের ভাই জিএম কাদের। দেবরের হাতের লাঙল নিতে শিগগিরি আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন রওশন। এরশাদের জাতীয় পার্টির ভাঙন নদী ভাঙনের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এতদিন পার্টিকে পঞ্চখণ্ড করেছেন সিনিয়র নেতারা। ষষ্ঠখণ্ডে কোপ দিয়েছেন দেবর-ভাবি।
শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে জাতীয় সম্মেলন করে রওশন পন্থিরা। এতে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটরা দু’হাত উঠিয়ে তাতে সমর্থন দেন। এরপর দলের অপর প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর দলের অন্যান্য সিনিয়র নেতাদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন>> ‘আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ঘটতে থাকে’
এর মধ্যে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান হিসেবে সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল মাহগির শাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়ের নাম ঘোষণা করা হয়।
এরপর উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটদের সামনে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন গোলাম সারোয়ার মিলন। উপস্থিত সবাই তা সমর্থন করেন।
তবে পার্টির গঠনতন্ত্র অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। কাদেরের জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাফ বলেছেন, রওশন এরশাদ কাউন্সিল ডাকার ক্ষমতা রাখেন না। তাদের কমিটি অবৈধ।
খণ্ডিত অংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি জাপা (রওশন) নামে ষষ্ঠখণ্ডের দাবিদার হলেও এরশাদের লাঙল পাচ্ছেন?
ওদিকে দান হিসেবে জাপা চেয়ারম্যান পদ পেলেও তার হাতে ভাইয়ের লাঙল থাকবে কিনা প্রশ্ন তৃণমূলের। ওয়ারিশ হিসেবে স্বামীর লাঙল পেলে রওশনই হবে মূল জাপার মালিক। তখন নেতাকর্মীরা ঝুকবেন রওশনে দিকে। আর প্রতীক না পেলে পঞ্চখণ্ডের মতোই নতুন কোনো প্রতীক নিতে হবে রওশনকে। এ নিয়ে দেবর-ভাবি যে আদালতমুখী হচ্ছেন তা স্পষ্ট।
আপন দেশ/এবি/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।