ছবি: সংগৃহীত
জলদস্যুদের কবলেপড়া জাহাজে ২৩ জন নাবিক নিরাপদে আছেন। এখন পর্যন্ত এটুকুই খবর আছে৷ নাবিকদের দ্রুত সুস্থতার সঙ্গে ফিরিয়ে আনতে পররাষ্ট্র পর্যায়ে আলোচনা চলছে। তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি৷ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণেই আছে জাহাজটি। ভারত সাগরে জাহাজটি আছে৷ সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে৷ তবে এখন অবধি আমাদের নাবিকরা নিরাপদে আছে৷ এখন পর্যন্ত এটুকুই খবর আছে৷ পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা সাথে সাথেই জানাবো৷
তিনি বলেন, বাংলাদেশ তো একাই এককভাবে চলে না৷ সকল বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে৷ গতকাল আমরা এ সম্পর্কে যখন অবহিত হই তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি৷ নেভিও এ বিষয়ে আমাদের সাহায্য করছে৷ তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি৷
ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।
আরও পড়ুন>> ‘মুক্তিপণ না পেলে ২৩ জনকে মেরে ফেলবে’
এর আগেই একই ঘটনা ঘটে জাহাজটির মালিক কবির স্টিল রোলিং মিলসের (কেএসআরএম) সঙ্গে। এ কোম্পানির একটি জাহাজ (এমভি জাহানমণি) ২০১০ সালের ৫ ডিসেম্বর ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছিল। সেবার ২৬ জনকে জিম্মি করা হয়েছিল। ১০০ দিন পর তাদের মুক্ত করে এনেছিল কোম্পানি। ফলে এবারও পূর্বের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কবির গ্রুপ।
কবির গ্রুপের মিডিয়া অফিসার মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত নাবিক বা জাহাজ উদ্ধারের জন্য আলোচনা শুরু করার সুযোগ নেই।
তিনি জানান, জাহাজ ছিনতাই করার পর জলদস্যুরা সাধারণত কোনো যোগাযোগ করার আগে বা মুক্তিপণ দাবি করার আগে নিরাপদ এলাকায় পৌঁছানোর চেষ্টা করে। তবে কর্মকর্তারা আজ সকালে কয়েকজন ক্রুর সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করতে পেরেছিলেন। ক্রুরা নিরাপদ এবং শারীরিকভাবে সুস্থ আছেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।