Apan Desh | আপন দেশ

এরশাদের জন্মদিনে জাপায় পৃথক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৮, ২০ মার্চ ২০২৪

এরশাদের জন্মদিনে জাপায় পৃথক কর্মসূচি

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ। এদিকে তার জন্মদিন উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করবেন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অনুসারীরা। তার জন্মদিন উপলক্ষে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকে কুরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপার নেতারা। সকাল থেকে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জিএম কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখবেন।

অন্যদিকে, রওশন এরশাদের নেতৃত্বাধীন জাপাও এরশাদের জন্মদিনে পৃথক কর্মসূচি পালন করবে। আজ বুধবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাড়িতে কোরআন তেলাওয়াত, বাদ আসর দোয়া মাহফিল ও ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচি নেয়া হয়েছে। এ অংশের চেয়ারম্যান রওশন এরশাদ এতে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়