Apan Desh | আপন দেশ

এরশাদের ছেলেকে জাপা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২১ মার্চ ২০২৪

এরশাদের ছেলেকে জাপা থেকে অব্যাহতি

ফাইল ছবি

জাতীয় পার্টি (জাপা) থেকে রাহগীর আল মাহি সাদ এরশাদকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যঅন জিএম কাদের। সাদ জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে। বৃহস্পতিবার (২১ মার্চ) তাকেসহ জাপার ১০ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেয়া হয়। এসব নেতা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাপায় যোগ দিয়েছেন।

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জিএম কাদের।

তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জিএম কাদের।

এরশাদের জীবদ্দশা থেকেই রওশন ও জিএম কাদেরের বিরোধ চলে আসছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে তা চরমে পৌঁছায়। ভাতিজা সাদ এরশাদের রংপুর-৩ আসনে প্রার্থী হন জিএম কাদের। এতে ক্ষুব্ধ রওশন ভোট বর্জন করেন। এরপর অনুসারীদের নিয়ে গত ৯ মার্চ সম্মেলন করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। রওশনের জাপায় যোগ দিয়ে অন্তত ২০ জন ইতোমধ্যেই জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদ হারিয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়