জিএম কাদের ও সাদ এরশাদ। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি (জাপা) থেকে ১০ জনকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এ অব্যাহতিকে অবৈধ দাবি করে জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠান দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। এবার নোটিশ পাঠিয়েছেন এরশাদপুত্র রাহগীর আল মাহি ওরফে সাদ এরশাদ।
শনিবার (২৩ মার্চ) তার পক্ষ থেকে নোটিশটি পাঠান খুলনা জজ কোর্টের আইনজীবী এস এম মাসুদুর রহমান।
লিগ্যাল নোটিশে জিএম কাদেরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির অভিযোগ আনা হয়। কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা লিগ্যাল নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
আরও জানতে চাওয়া হয়েছে, জিএম কাদের কীভাবে জনবন্ধু হলেন। নয়তো আদালতের দারস্থ হয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এবি/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।