ছবি: সংগৃহীত
স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা চলছে। বয়স ৫০ হয়নি অথচ সে মুক্তিযোদ্ধা, এগুলো কী মুক্তিযুদ্ধের চেতনা। প্রশ্ন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২৬ মার্চ) বনানী কার্যালয়ে জাপা আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন।
জিএম কাদের বলেন, ‘স্বাধীনতার এত বছরে এসে অনেক প্রশ্ন দেখা দিয়েছে, এজন্যেই কী দেশ স্বাধীন করেছিলাম? আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে, কিছু মানুষকে উপরে ওঠানো হচ্ছে, কিছু মানুষকে মুছে ফেলা হচ্ছে, এটা ঠিক নয়। এমনও দেখা যাচ্ছে, বয়স ৫০ হয়নি অথচ সে মুক্তিযোদ্ধা, এইগুলো কী মুক্তিযুদ্ধের চেতনা?’
তিনি আরও বলেন, ‘দেশকে ডুবিয়ে দিয়ে আপনারা বাঁচতে পারবেন না, মানুষের অভিশাপ লাগবে। দ্রব্যমূল্যে আগুন, কোনো কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার। কারণ তাদের ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না, তাই কোনোকিছুর জবাবদিহিতা নেই।’
সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, আমরা বৈষম্যমুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই। বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আর এসবের কারণে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। আর সারাদেশে লুটপাটের রাজনীতি হচ্ছে। এসব বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এরশাদ।
জিএম কাদের অভিযোগ করেন, দল হিসেবে জাতীয় পার্টি অনেক সমস্যার সম্মুখিন হচ্ছে। আর সরকারও সেখানে ইন্ধন দেয়, এসব ঠিক নয়।
রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে মামলা হয়, আইন করে বৈধভাবে দাবিয়ে রাখা হয়েছে। যেভাবে আইনকানুন করে বাধা দেয়া হচ্ছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না। সরকার ঠিক থাকলেও, দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।’
এ সময় তিনি আপসকামীতাকে দুর্বলতা মনে করলে বিপ্লব করা ছাড়া উপায় নেই বলেও হুঁশিয়ার করেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।