ফাইল ছবি
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শারীরিক অবস্থার উন্নতি। বর্তমানে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল হাই’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
তার স্ত্রী অধ্যাপিকা শাহেদা রফিক জানান, ব্যারিস্টার রফিকুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে কেবিনেই আছেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মিয়া ১৯৪৩ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসন থেকে বিএনপি থেকে প্রথম এমপি নির্বাচিত হন। খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হলে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে ফের নির্বাচিত হন।
২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই অবস্থান করছেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী। ছয় বছর ধরে শয্যাশায়ী নেতাকে দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি।
আপন দেশ/এবি/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।