ফাইল ছবি
তীব্র গরম। ওষ্ঠাগত প্রাণ। যেন আগুনে রৌদ বইছে বাইরে। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। জনজীবনে হাঁসফাঁস। এমন পরিস্থিতিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি। নির্বাচনের পর এটিই ছিল দলটির প্রথম বড় কর্মসূচি।
সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও সাজার প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয়া হয়।
এর আগে, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। তবে সে সমাবেশ সফল হয়নি। শুরুর আগেই পুলিশের সঙ্গে সংর্ঘষে জড়ায় নেতাকর্মীরা। রাজধানীজুড়ে চলে জ্বালাও-পোড়াও। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন প্রাণ হারান। পণ্ড হয় সেই কর্মসূচি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।