Apan Desh | আপন দেশ

‘আ.লীগকে ক্ষমতায় রাখছে তিন বিদেশি শক্তি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:১৩, ২৭ এপ্রিল ২০২৪

‘আ.লীগকে ক্ষমতায় রাখছে তিন বিদেশি শক্তি’

ছবি: সংগৃহীত

সরকার পতনে বিএনপির আন্দোলন সফল হবে না জানতাম। কারণ বাংলাদেশে কখনও আন্দোলনের মুখে কোনও সরকার পদত্যাগ করেনি। তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তবে দেশটির নাম উল্লেখ করেননি তিনি।

শনিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইস্টিটিউশন মিলানায়তনে দলের বর্ধিত সভায় এসব কথা বলেন।

বিএনপি দোষারোপ করে আসছে প্রতিবেশী ভারত, চীন এবং রাশিয়াকে। ইতোমধ্যে ভারত বয়কটের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনারা।

জিএম কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস নেই। ফলে, ১০ লাখ বা ১ কোটি লোক নিয়ে বিএনপি রাস্তায় নামলেও সফল হবে না।

জাতীয় পার্টির সাবেক এ মন্ত্রী বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে আমি বিভিন্ন বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করেছি। পরিষ্কার বুঝেছি। তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে যাচ্ছে। নির্বাচন সফল করতে তারা কাজ করে যাচ্ছে। আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি এ আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম প্রমুখ।

আপন দেশ/এবি/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়