বিএনপির লোগো
আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা (সোনাহার) এবং রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী।
আরও পড়ুন<<>> বিএনপির হাইকমান্ডের নির্দেশ তৃণমূল কেন মানছে না?
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ভোট বর্জনের সিদ্ধান্তে আছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারাই নির্বাচনে অংশ নিচ্ছে তাদের বহিষ্কার করছে দলীয় ফোরাম। শুক্রবার সারাদেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে দুই দিনে ৭৬ জন নেতাকে বিএনপিচ্যুত হলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।