Apan Desh | আপন দেশ

উপজেলা নির্বাচনের ফল পূর্বনির্ধারিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৮ মে ২০২৪

উপজেলা নির্বাচনের ফল পূর্বনির্ধারিত: রিজভী

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত। তাই জনগণ এ নির্বাচন বর্জন করেছে। 

বুধবার (৮ মে) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি যত উচ্চারিত হয় ততই জেল-জুলুমের হাতিয়ার বাড়িয়ে দেয় সরকার।
 
রিজভীর দাবি, উপজেলা নির্বাচন ডামি। এ নির্বাচনে জনগণ যায়নি। ভোট বর্জনের মধ্য দিয়ে একনায়কতান্ত্রিক সরকারের অপরাধকে ধিক্কার জানাচ্ছে জনগণ।

আরও পড়ুন <> ফিলিস্তিনের পক্ষে ছাত্র সমাবেশ-বিক্ষোভ

‘প্রতারণার ফাঁদে পা না দিয়ে জনগণ আওয়ামী নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সাজানো, ডামি, ও জালিয়াতির উপজেলা নির্বাচনে জনগণ যায়নি’, যোগ করেন তিনি।
 
এ সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় নিন্দা জানান রিজভী। 

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিহত হলে প্রধানমন্ত্রী জবাব চান। কিন্তু ভারতীয় সীমান্তে বাংলাদেশি নিহত হলে ভারতের সব কসুর মাফ করে দেন তিনি। কারণ তাদের ক্ষমতায় থাকার গ্যারান্টি দেয় ভারত। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়