ছবি: সংগৃহীত
এবার তৃণমূলের ৪৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে তাদের ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেন তারা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন, সে ব্যাপারে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে।
বুধবার (১৫ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সর্বশেষ যে ৪৫ জনকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে, তাদের তিন–চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও যারা নির্বাচনে থাকবেন, আগের দুই ধাপের মতোই তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে প্রার্থী হওয়ায় ৮০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় ৬১ জনকে। এখন তৃতীয় ধাপে ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো।
প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় বিএনপির ২৮ নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে জয়ী হন সাতজন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দল থেকে বহিষ্কার করার মতো কঠোর অবস্থান নেয়ার কারণে উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে বিএনপির নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা কমে এসেছে বলে তারা মনে করেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।