Apan Desh | আপন দেশ

‘বিএনপি আরও দুর্বল হোক, চাই না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ মে ২০২৪

‘বিএনপি আরও দুর্বল হোক, চাই না’

ফাইল ছবি

আমরা চাই না বিএনপি আরও দুর্বল হোক। কারণ গণতন্ত্রকে সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন আছে। তারা সেই দায়িত্বটি পালন করুক, সেটিই আমরা চাই। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন (১৯৮১)’ উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে থাকায় বিএনপির জন্য আকাশটা ছোট হয়ে আসছে। সেই পথেই যদি থাকে, তাহলে এক সময় বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। 

তিনি বলেন, আসলে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। আগে দেখতাম দুই একজন নেতা খেই হারায়। গয়েশ্বর বাবু খেই হারায়, রুহুল কবির রিজভী আবোল তাবোল বলে। এখন দেখি আরও সিনিয়র নেতারাও আবোল তাবোল বলে, খেই হারিয়ে ফেলেছে। আসলে কেউ যখন আশার আলো দেখে না, তখন তারা খেই হারিয়ে ফেলে। বিএনপির অবস্থা হচ্ছে সেটি।

আরও পড়ুন>> ‘বিএনপি অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না। কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গেছে। উনারা আশা করেছিলেন কী না কী বলে। অনেক চেষ্টাও করেছিলেন দেখা সাক্ষাৎ করার জন্য। কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ক আরও গভীর করতে চায়, এগিয়ে নিতে চায়। আমরাও সম্পর্ককে এগিয়ে নিতে চাই। এজন্য বিএনপির নেতাদের মাথা খারাপ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়