Apan Desh | আপন দেশ

‘আ.লীগকে বয়কট করলে ভারত-ইসরায়েল বয়কট হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১৮ মে ২০২৪

‘আ.লীগকে বয়কট করলে ভারত-ইসরায়েল বয়কট হবে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান সরকার (আওয়ামী লীগ) ইসরায়েল ও ভারতের পণ্য। এ সরকারকে যদি বয়কট করা যায়, তাহলে ইসরায়েল ও ভারতের পণ্যকে বয়কট করা হবে। তাই এ আওয়ামী লীগ সরকারকে বয়কট করাই হচ্ছে এখন সবচাইতে বড় কাজ। বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেন। বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির এ নাগরিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  

বিএনপি নেতা আলাল বলেন, ভারত থেকে ইসরায়েলকে দেয়া অস্ত্রের বহর স্পেন তাদের বন্দরে ভিড়তে দেয়নি। তারা সেই জাহাজ ফেরত পাঠিয়েছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশকেও বলেছে, ইসরায়েলকে সমরাস্ত্র দেয়া বন্ধ করো, তারা নিজেরাও বন্ধ করেছে। অথচ স্বাধীন বাংলাদেশে ইসরায়েলের থাবা প্রায় বসে আছে। তা না হলে রাতের বেলা গোপনে ইসরায়েলি সংস্থার বিমান কীভা‌বে অবতরণ করে? ভারত থেকে ইসরায়েলকে অস্ত্র পাঠানো হচ্ছে সমর্থন করা হচ্ছে। স্পেন প্রতিবাদ করলেও আমরা প্রতিবাদ করছি না।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। অথচ ধীরে ধীরে বাংলাদেশের জনগণের মন থেকে তারা উঠে গেছে। ফেলানি তো কোনো মাদকের সঙ্গে জড়িত ছিল না। তার মরদেহ কাঁটাতারে ঝুলেছে। তাকে কেন কাঁটাতারে ঝুলতে হয়েছিল? প্রতিদিন গরু পাচারকারী আখ্যা দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে। যেটা বিশ্বের অন্যান্য দেশের সীমান্তে হয় কিনা, জানা নেই। ফিলিস্তিনিদের বেলায়ও একই অবস্থা করছে  ইসরায়েলিরা।

আরও পড়ুন>> ‘বিএনপি ইসরায়েলি এজেন্টদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে’

যুবদলের সাবেক এ সভাপতি বলেন, মায়ানমারের গণহত্যার বিপক্ষে আমা‌দের প‌ক্ষে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে বাদী হতে পারে। তাহলে আমরা কেন ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক আদালতে বাদী হতে পারব না? সরকার ভারতকে তোষামোদ করে নিজে ক্ষমতায় থাকার জন্য বিশ্বের সব মানবতাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। সুতরাং আমরা মনে করি, ইসরায়েল ও ভারতের পণ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। এ সরকারকে যদি বয়কট করা যায়, তাহলে ইসরায়েলের পণ্য বয়কট করা হবে। ভারতীয় পণ্যকেও বয়কট করা হবে।’

দেশবাসীকে আহ্বান জানিয়ে আলাল আরও বলেন, ‘সব রাজনীতির ঊর্ধ্বে মানবতা। এ মানবতা রক্ষায় ইসরায়েলের যা যা পণ্য আছে সবগুলো কেনা থেকে বিরত থাকতে হবে। তাহলে তারা বুঝতে পারবে যে, ১৮ কোটি মানুষের বাংলাদেশে তাদের বাজার নিয়ন্ত্রণ হারিয়েছে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়