Apan Desh | আপন দেশ

আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ২৯ মে ২০২৪

আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার

পুরোনো ছবি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। 

মান্না বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকেলে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। এ রকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন। কেন এখন পর্যন্ত আজিজ আহমেদ কিংবা বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়নি। তাদের নামে মামলা দেয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।

তিনি বলেন, এমপিরা খুব বড় বড় করে বলেন, তিনবারের এমপি। তিনবারই ভোট ডাকাতি করেছে। বলে খুব জনপ্রিয় মানুষ। এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন, তারপরে জনপ্রিয়তা মাপা যাবে। দেশ ধবংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। এখন সবাই এগিয়ে আসেন- সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াইয়ে, মানুষ বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, ১২ দলীয় জোটভুক্ত জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অর্পণা রায় ও মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়