বিএনপির লোগো
ঢেলে সাজানো হবে বিএনপি। নগর-মহানগর থেকে শুরুটা কর হচ্ছে। এক বছর মেয়াদকাল থাকতেই বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ভেঙে দেয়া হয়েছে। একই রাতে দেশের চার মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্রে কথা জাানানো হয়।
একই সময়ে ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর ছাত্রদলের চার কমিটি ভেঙে দেয়া হয়। তবে এসব কমিটি পুনর্গঠন করা হয়নি। বলা হয়েছে- ‘উল্লিখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। সেই হিসেবে কমিটি ঘোষণার আগ পর্যন্ত নেতৃত্ব শূন্য থাকছে এসব কমিটি।
বিএনপি নেতারা জানান, বিগত দিনে আন্দোলন কর্মসূচিসহ নানা কারণে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। আর জাতীয়তাবাদী যুবদলের কমিটির মেয়াদ আরও প্রায় এক বছর ছিলো। এতে একদিকে মেয়াদ থাকাবস্থায় কমিটি ভেঙে দেয়ার নজির সৃষ্টি হচ্ছে।
তারা জানান, কমিটি ভাঙা-গড়া একটি চলমান প্রক্রিয়া। দল পুনর্গঠনের প্রক্রিয়া হিসেবেই মহানগর, সহযোগি সংগঠনের কমিটি ভাঙচুর করা হচ্ছে। বিভিন্ন দিক বিচার করে নতুন কমিটি ঘোসনা করা হবে। ত্যাগীদের পুরষ্কৃত করতেই পুরনো কমিটি ভাঙা হচ্ছে-জানান দলের স্থায়ী কমিটর সদস্য গয়েশ্বরর চন্দ্র রায়।
২০২১ সালের ২ আগষ্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি দেয়া হয়েছিল।
অন্যদিকে ২০২১ সালের ৩ নভেম্বর মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক এবং আলী হায়দার বাবুলকে সদস্য সচিব করে বরিশাল মহানগর বিএনপি এবং ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদাৎ হোসেনকে আহ্বায়ক এবং আবুল হাশেম বকরকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছিলো।
সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি এবং মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের ২৭ মে জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী যুবদলের মেয়াদ তিন বছর।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।