Apan Desh | আপন দেশ

আ.লীগের সমাবেশ চলছে, বর্ণাঢ্য রালি যাবে ধানমণ্ডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ২১ জুন ২০২৪

আ.লীগের সমাবেশ চলছে, বর্ণাঢ্য রালি যাবে ধানমণ্ডি

ছবি: আপন দেশ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। শোভাযাত্রার বর্ণিল করেত  সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটশনের সামনে র‌্যালির আগের সমাবেশ শুরু হয়েছে। প্রধান অতিথির বক্তব্য শেষে শোভাযাত্রায় যোগ দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটশনের সামনে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে। সমাবেশ মঞ্চে এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদেরও দেখা গেছে সমাবেশস্থলে।

এদিন, জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রীরা বাংলাদেশের বিশাল আকারের পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

আওয়ামী লীগের ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের সুসজ্জিত মিছিল দেখা গেছে সমাবেশস্থলে। এছাড়া, শোভাযাত্রায় যোগ দিতে বাদ্য বাজনা ও সুসজ্জিত গাড়ি বহন নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী।

'বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা' রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেষ হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়