Apan Desh | আপন দেশ

‘খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ২২ জুন ২০২৪

আপডেট: ১৯:৪২, ২২ জুন ২০২৪

‘খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক’

ফাইল ছবি, মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। তাকে দেখতে যান মির্জা ফখরুল কিন্তু তাকে ভেতরে যেতে দেয়া হয়নি। 

বেরিয়ে এসে বিষণ্ণ মুখে তিনি সাংবাদিকদের জানান, ম্যাডামের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় মেডিকেল বোর্ডের মিটিং। বোর্ড মিটিং করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

এর আগে সবশেষ গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেয়া হয়।

৭৯ বছর বয়সি বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়