Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ২২ জুন ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

ফাইল ছবি

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে ছিলেন তিনি। শনিবার (২২ জুন) রাত ৮টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তজার্তিক বিনামবন্দরে অবতরণ করে।

ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এর আগে, শুক্রবার (২১ জুন) দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে শনিবার (২২ জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তাদের উপস্থিতিতে ১০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে তার দেশ। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাইকমিশনও খোলা হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের দুই পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি। এ সময় নরেন্দ্র মোদিকে ঢাকা সফরে আসার জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়