Apan Desh | আপন দেশ

আ.লীগ এখন ভারতের দাস: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫০, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৯:০৫, ২৯ জুন ২০২৪

আ.লীগ এখন ভারতের দাস: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার দেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। তিস্তা-গঙ্গা নিয়ে চুক্তি এটি অসম চুক্তি। আমরা পানি চাই। ন্যায্য হিস্যা চাই। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, প্রভু নয়। আজকে আওয়ামী লীগ ভারতের সেবা দাসে পরিণত হয়েছে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ জুন) বিকেলে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন বিএনপি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে আজও হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। উদ্দেশ্য একটাই, গণতন্ত্রকামী মানুষকে আটক করে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা। করেছেও তাই। অবৈধ সরকার রাতের ভোট দিনে করছে। ইতিহাসে তাদের নাম লেখা থাকবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের মৃত্যু হয় একবার, দুইবার নয়। ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করে প্রতিরোধ করতে হবে। তাই সকল অন্যায়ের প্রতিরোধ করতে হবে। আর এজন্য তরুণদের জেগে উঠতে হবে।

বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা মুক্তিযোদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, এ সমাবেশের মূল লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি। শহীদ জিয়া যখন নিজের জীবনবাজি রেখে স্বাধীনতা ঘোষণা করেন, তখন দুই শিশু সন্তানসহ গ্রেফতর হোন খালেদা জিয়া। স্বামী যুদ্ধের ময়দানে, আর স্ত্রী বন্দি। তাই বলি বেগম জিয়া দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারেও তার প্রধান ভূমিকা ছিল।

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করছে। সাবেক আইজিপি হাজার হাজার কোটি টাকার মালিক। এ রকম আজিজ, বেনজীর ও মতিউর হাজার হাজার আছে। রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না। অথচ গণতন্ত্রের মা ছয় বছর যাবত বন্দি। সময় থাকতেই বেগম জিয়াকে মুক্তি দেন। নতুবা যেকেন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন।

ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি নিয়ে শুধু বিএনপি নয়, দেশের আইন বিশেষজ্ঞরাও বলেছেন, এটি অসম চুক্তি। আমরা পানি চাই। পানির ন্যায্য হিস্যা চাই। মানুষ এ চুক্তিতে কি পেয়েছে? পেয়েছে ঘৃণা। সম্পদ লুণ্ঠন করার পায়তারা।

মাওলানা ভাসানীকে উদ্ধৃত করে বলেছিলেন, পাকিস্তানিদের থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, প্রভু নয়। আজকে আওয়ামী লীগ ভারতের দাসে পরিণত হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে তারেক রহমানকে মিথ্যা সাজা দিয়ে দেশান্তরি করে রাখা হয়েছে। তার মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সকল রাজবন্দি মুক্তি চাই। আন্দোলনে নিহত সকলের ক্ষতিপূরণ চাই।

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হোন। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়