ছবি: সংগৃহীত
দুর্নীতি করে দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া বিএনপি-জামায়াত দুর্নীতি নিয়ে কথা বলে। তাদের মুখে দুর্নীর কথা আমাদের জন্য লজ্জার। এ দুর্নীতিবাজরা মুখ দিয়ে বড় বড় কথা বলে, প্রকারান্তরে তারা দুর্নীতিবাজদের সাহসী করে তুলছে। দুর্নীতিবাজদের রক্ষা করার জন্যই মূলত বিএনপি-জামাতরা নানা অপপ্রচার চালাচ্ছে। এরা কখনো দেশের মঙ্গল চায় না। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শনিবার (২৯ জুন) দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহের ২য় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের এ এমপি।
নাছিম বলেন, দেশকে পিছিয়ে নিতে বিএনপি-জামাত নানা অপপ্রচার চালাচ্ছে। এরা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। ষড়যন্ত্র ও বিরাজনীতিকরণের পেছনে এরা হাঁটে। তারা জানে, মানুষের ভোটে কখনো সমর্থন পাবে না। সাম্প্রদায়িক রাজনীতি করাদের মানুষ পছন্দ করে না। এর কারণে তারা ভোটের রাজনীতি ছেড়ে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, দেশে দুর্নীতিবাজদের অপকর্মের নজির আমরা দেখতে পাচ্ছি। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এদের নির্মূলের মধ্যে দিয়ে দেশরত্ন শেখ হাসিনার যে দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতি, তা বাস্তবায়ন করতে হবে। এটি কোন দলের একার পক্ষের কাজ নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে দুর্নীতিকে প্রতিরোধ করা সম্ভব হবে।
আরও পড়ুন>> ‘ইশতেহার ভুলে যাই না, জনগনের ভোটে নির্বাচিত হয়েছি’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্মল রঞ্জন গুহ এমন একজন মানুষ ছিলেন যার উপর ভরসা, বিশ্বাস ও আস্থা করা যেত। ওয়ান ইলেভেনের সময় তার যে অবদান, দেশের মানুষ তা সবসময় মনে রাখবে। তিনি দলের জন্য সব কাজ আস্থা ও ভালোবাসার জায়গা থেকে করতেন। তিনি কখনো বিশ্বাস ঘাতকের মতো কাজ করেননি। ছিলেন ন্যায়ের প্রতীক।
এমপি নাছিম বলেন, বিশ্বাস ঘাতকদের দেশের মানুষ ভালোবাসে না। আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা দলের প্রতি সবসময় অবিচল। তাদের দলের নীতির প্রতি, নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। আস্থা ও সন্মান দলের প্রতি থাকলে নিজেকে প্রস্তুত করা যায়। আর নিজেকে প্রস্তুত করলে আপনারা নিজে, দল ও দেশরত্ন শেখ হাসিনা গর্বিত হয়। আর এতে করে বাংলাদেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম আব্দুর রাজ্জাক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মজিবর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।
আপন দেশ/ইএস/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।