ছবি: আপন দেশ
এবারের ধাক্কা সামলাতে পারবেন না। নির্বাচনের আগের বিএনপি আজকে অনেক শক্তিশালী। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় চট্রগ্রামের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রীমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আওয়ামী লীগের উদ্দেশ্যে খসরু চৌধুরী বলেন, কথায় আছে চোরের ১০ দিন গৃহস্থের একদিন। সে দিন চলে এসেছে।
দলীয় নেতাকর্মীদেরউদ্দেশ্যে এ নেতা বলেন, আজকের দুর্দিনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার রেজিমকে পরাজিত করতে হবে। অন্যায় যখন আইনে পরিণত হয়, প্রতিরোধ তখন অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার নেই। এখানে প্রতিবাদ করে লাভ নেই। প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপির নেতাকর্মীরা ঘরবাড়ি, ব্যবসা, চাকরি হারিয়েছে, জীবন দিয়েছে, মামলার পর মামলার আসামি হয়েছেন, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছেন, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। তবুও কেউ হাল ছাড়েনি। আরও বেশি শক্তিশালী হয়েছে- দাবি করেন আমীর খসরু।
২৮ অক্টোবরের সমাবেশ প্রসঙ্গে আমীর খসরু বলেন, ওইদিন ঢাকায় আমাদের বিশাল জনসভা গুলি মেরে, গ্রেনেড মেরে, টিয়ারগ্যাস মেরে বন্ধ করেছে। সেদিন ২০ থেকে ৩০ লাখ মানুষের জনসভা হয়েছিল। গুলি করে, গ্রেনেড মেরে আন্দোলন বন্ধ করা যায় না। বিএনপির আন্দোলন চলমান আছে বলেই ভীত প্রধানমন্ত্রী সকাল-বিকেল নানা ধরনের মন্তব্য করছেন।
৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ওরা ভোট চুরি করে ডামি নির্বাচন করেছে। তারা জানে দেশের ৯৫ ভাগ মানুষ নির্বাচন বয়কট করেছে। পরবর্তীতে উপজেলা নির্বাচনও বয়কট করেছে। ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি।
আপন দেশ/এইউ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।