Apan Desh | আপন দেশ

পিএসসি ভেঙে দেয়া হোক : কাজী ফিরোজ রশিদ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ১১ জুলাই ২০২৪

পিএসসি ভেঙে দেয়া হোক : কাজী ফিরোজ রশিদ 

ছবি: আপন দেশ

জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, ছাত্ররা রাজপথে নামলে তারা কখনো খালি হাতে ঘরে ফিরে যায় না। আমরা আন্দোলনের মাধ্যমেই দেশ অর্জন করেছি। যৌক্তিক আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত। মুক্তিযোদ্ধাদের সন্তানরা এখন আর চাকরির জন্য আসেনা। নাতি- পুতিদের জন্য কোটা রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ৩/৪ শতাংশ কোটা রেখে এ পদ্ধতি সংস্কার করা উচিত। অনতিবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন ভেঙ্গে দেয়া হোক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার কাঠেরপুলস্থ ইউনিক রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি ।  

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৬৮ হাজার গ্রামবাংলায় তরুণ প্রজন্মের কাছে পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের কথা ছড়িয়ে দিব। ঢাকা মহানগর দক্ষিণকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করতে হবে। 

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেন, আন্দোলনকারীদের এখন শ্রেণীকক্ষে ফিরে যাওয়া উচিত। আমরা বিশ্বাস করি নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সম্মিলিতভাবে কোটা প্রথার বৈষম্য দূর করবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়