কামরুল আলম
সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৩৮) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে আটটায় চট্টগ্রামের মিরসরাইয়ের ঘটনা এটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোল মোগরা এলাকায় ঢাকা থেকে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহন সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়।
এসময় বাস ও কার্ভাডভ্যান মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল আলম ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলা উদ্দিন বলেন, আমাদের আহ্বায়ক কামরুল আলম ভাই গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। কার্ভাডভ্যানটি কামরুল ভাইকে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলে তিনি মারা যান। উনার পরিবার ঢাকায় থাকেন। দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঘাতক গাড়ী চালকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরবর্তীতে গাড়ী দু’টি মহাসড়কের পাশে জমিতে উল্টে পড়ে। এসময় কাভার্ডভ্যান চাপায় সামনে থাকা কামরুল আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।