Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের দাবি মেনে নিতে জাপার আহবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ৩ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের দাবি মেনে নিতে জাপার আহবান

মো. মুজিবুল হক চুন্নু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু শনিবার (৩ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ অনুরোধ জানান। 

জাপা মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের বাসা থেকে তুলে নিয়ে তাদের ওপর অমানসিক নির্যাতন করে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে রাখে। হেফাজতের নামে হাসপাতালে চিকিৎসাধীন ছয় সমন্বয়ককে ডিবি অফিসে অবৈধভাবে আটকে রাখা হয়; যা কোনো আইনে সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে ছাত্রদের ওপর নির্যাতন করা হবে না বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ছাত্র-জনতার ওপর পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছররা গুলি, স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি, সাউন্ড গ্রেনেড, বহুতল ভবন এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়। তাছাড়া বিভিন্ন জায়গায় ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ যৌথভাবে ছাত্রদের ওপর আক্রমণ করে, যা এখনও চলমান। 

ইতোমধ্যে জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিশ হাজারের অধিক ছাত্র-জনতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় বলে চুন্নুর দাবি। আন্দোলনে গ্রেফতার হওয়া সকল ছাত্র জনতার মুক্তি দাবি করে জাপা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়