Apan Desh | আপন দেশ

ইসির নিবন্ধন পেল এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ২১ আগস্ট ২০২৪

আপডেট: ২০:২৪, ২১ আগস্ট ২০২৪

ইসির নিবন্ধন পেল এবি পার্টি

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি)। বুধবার (২১ আগস্ট) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়ে।

এতে বলা হয়, উচ্চ আদালতের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দি রিপ্রেজেন্টেশন অব দি পিপলস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, কমিশনে দলটির নিবন্ধন নম্বর- ০৫০ ও প্রতীক ‘ঈগল’।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়