Apan Desh | আপন দেশ

‘পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ২২ আগস্ট ২০২৪

‘পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

আওয়ামী লীগ সরকার একশত বিলিয়ন ডলারের বেশি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতি ঠিক করতে, এসব পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আমীর খসরু বলেন, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়েছে সুইজারল্যান্ড। 
 
আমীর খসরু আরো বলেন, নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তারা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা ভাবনা কী? রাজনৈতিক-অর্থনৈতিকসহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। আমরা আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছে। 

এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়