ফাইল ছবি
জামায়াতে নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একথা জানিয়েছেন দলটির কৌসুলি অ্যাডভোকেট মো. শিশির মনির। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সরকারি ছুটির কারণে এ নিষিদ্ধের আদেশ আগামীকাল (মঙ্গলবার) হবে বলে আশা করছি।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, জামায়াত কেন নিষিদ্ধ হলো আমরা জানি না। মনে করছি, রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করেছে। এ আন্দোলনে জামায়াত ইসলামী সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মো. শিশির মনির বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরই দলটি নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবনের পদক্ষেপ নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।